রিওতে প্যারালিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫২

অনলাইন ডেস্ক

ঐতিহ্যবাহী সঙ্গীত, বর্ণিল আতশবাজি আর আধুনিক প্রযুক্তির মনোমুগ্ধকর প্রদর্শনী দিয়ে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল প্রতিবন্ধী অ্যাথলেট নিয়ে আয়োজিত রিও প্যারালিম্পিক ২০১৬। বিবিসি জানায়, প্যারালিম্পিকের এই আসরে অংশ নিচ্ছেন প্রায় সাড়ে ৪ হাজার প্রতিযোগী। যদিও শুরুতে অর্থ সংকট আর ধীরগতির টিকিট বিক্রিতে এই আয়োজনের প্রস্তুতি নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু পরে তা কাটিয়ে ওঠা গেছে বলেই জানিয়েছেন আয়োজকেরা।

তবে, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখ। গত ৩২ বছরের মধ্যে এই প্রথম কোন আইওসি প্রেসিডেন্ট প্যারালিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন না।

এদিকে, একই দিনে রাশিয়ার মস্কোতে উদ্বোধন হয়েছে অলটারনেটিভ প্যারালিম্পিক। এই আসরের বিভিন্ন ইভেন্টে দুই দিনে প্রায় ১৬৩ জন অ্যাথলেটের অংশ নেবার কথা রয়েছে। সূত্র: বিবিসি