রিওতে শেষ হলো প্যারালিম্পিক

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৪

অনলাইন ডেস্ক

সামার অলিম্পিকের পর্দা নামার মাসখানেক পর ব্রাজিলের রিও ডি জেনিইরো’র বিশ্বখ্যাত মারাকানা স্টেডিয়ামে শেষ হলো প্যারালিম্পিকসের আসর। 

বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে রবিবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ১৫৯ দেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদের অংশগ্রহনে বসেছিলো প্যারালিম্পিকসের আসর।  

মারাকানা স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের আগে সাইক্লিং’র রোড রেসে অংশ নিতে গিয়ে দূর্ঘটনায় মৃত্যুবরণ করা ইরানি সাইক্লিস্ট বাহবান গোলবার্নেজহাদের স্মরণে গেইমস ভিলেজ সহ বিভিন্ন ভেন্যুতে অর্ধনমিত রাখা হয় পতাকা। মারাকানা স্টেডিয়ামে আঁতশবাজির উৎসব দিয়ে এবারের আসর শেষ হয়। 

২০১২ সাল থেকে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি বাংলাদেশের সদস্যপদ স্থগিত করেছে, সেজন্য রিও আসরে অংশ নিতে পারেনি বাংলাদেশ।

সাড়ে চার হাজার প্রতিবন্ধী ক্রীড়াবিদের অংশগ্রহনে এই ক্রীড়া উৎসবে ১০৫টি স্বর্ণ সহ ২৩৭ পদক জিতে সফলতম দল চীন। ৬৪ স্বর্ণ সহ ১৪৭ পদক জিতেছে দ্বিতীয় স্থানে থাকা ব্রিটেন।