শততম ম্যাচ জয়ের অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪২

সাহস ডেস্ক

আজ একটি মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় বাংলাদেশ। নিজেদের ৩১৪তম ওডিআইতে ১০০তম জয়ের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা। 

১৯৯৮ সালে বাংলাদেশের প্রথম জয় হায়দরাবাদে কেনিয়ার বিপক্ষে। টাইগারদের ৫০তম জয় বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে। ১০০তম জয়ের সম্ভাবনা আফগানিস্তানের বিপক্ষে। এর মধ্যে সর্বশেষ ২৪ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ১৯টিতে। 

নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাশরাফি বলেন, ‘আমি না থাকলেও এই মাইলফলকের সময় অন্য কেউ থাকতে পারত। বাংলাদেশের জন্য বড় অর্জন হবে এটি। আমরা চেষ্টা করব দ্বিতীয় ম্যাচেই যেন সেটা হয়। এজন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’ 

মাশরাফি আরো বলেন, ‘অবশ্যই অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড যখন আমাদের সঙ্গে খেলে, তখন ওদের ওপর চাপ থাকে। খুবই স্বাভাবিক। শেষ ম্যাচে যেটা ভালো লেগেছে, ম্যাচটা প্রায় ৯০ ভাগ ওদের (আফগানিস্তান) অনুকূলে ছিল। ওখান থেকে ফিরে এসে ম্যাচ জেতা একটা ‘চরিত্র’। এই চরিত্রটা শক্ত করতে পারলে বড় ম্যাচেও ভালো করব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত