কাবাডি বিশ্বকাপ থেকে বাদ পাকিস্তান

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৬:০৮

সাহস ডেস্ক

সম্প্রতি শুরু হতে যাওয়া কাবাডি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতক কাবাডি ফেডারেশন (আইকেএফ)। শুক্রবার (৭ অক্টোবর) থেকে ভারতের আহমেদাবাদে এই কাবাডি বিশ্বকাপ শুরু হবে।

বুধবার (০৫ অক্টোবর) এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, ‘বর্তমানে দুই দেশের মাঝে যে সম্পর্ক বিরাজ করছে তা ভারতে এসে পাকিস্তানের কাবাডি দলের খেলার আদর্শ সময় নয়।’

এই সিদ্ধান্তে বিস্মিত পাকিস্তান কাবাডি ফেডারেশন। তারা জানিয়েছে, পাকিস্তানকে ছাড়া কাবাডি বিশ্বকাপ মানে ‘ব্রাজিল ছাড়া ফুটবল বিশ্বকাপ’! পাকিস্তান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক রানা মোহাম্মদ সারওয়ার বলেছেন, ‘পকিস্তানকে ছাড়া কাবাডি বিশ্বকাপ পরিপূর্ণ হতে পারে না, পাকিস্তানকে ছাড়া বিশ্বকাপ মানে এটি বিশ্বকাপ নয়।’

বাংলাদেশ সহ ১২টি দেশ খেলার কথা ছিল এবারের কাবাডি বিশ্বকাপে, পাকিস্তানের বাদ পড়াতে সংখ্যাটা এখন দাড়ালো ১১তে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত