ইতিহাস গড়া হলো না আতলেতিকোর, ফাইনালে রিয়াল

প্রকাশ : ১১ মে ২০১৭, ১০:৫৭

সাহস ডেস্ক

ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিটের মধ্যে দুটি গোল করে অঘটনের আভাস দিচ্ছিল আতলেতিকো মাদ্রিদ। প্রথমার্ধটা রিয়াল মাদ্রিদকে চেপে ধরে রাখে নগর প্রতিপক্ষরা। তবে শেষ রক্ষাটা করতে পারেননি সিমিওনের শিষ্যরা। শেষ পর্যন্ত হেরেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে উঠতে আতলেতিকোকে জিততে হতো ৪-০ ব্যবধানে। কারণ, প্রথম লেগটা ৩-০ গোলে জিতে নেয় রোনালদোরা। এমন সমীকরণের ম্যাচে রিয়ালের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আতলেতিকো। আর ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ইউরোপ-সেরার লড়াইয়ে ফাইনালে জায়গা করে নিল জিনেদিন জিদানের দল।

প্রথম ১৬ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। ফুটবলভক্তদের তখন বার্সেলোনা ও পিএসজি ম্যাচের কথা বারবার মনে হচ্ছিল। প্রথম লেগে ৪-০ গোলে হেরেও পরের লেগটা ৬-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। তাহলে কি সেদিকেই এগোচ্ছে আতলেটিকো মাদ্রিদ। নাহ, পিএসজি নয়, রিয়াল মাদ্রিদ। তাই শেষ পর্যন্ত ইতিহাস গড়াও সম্ভব হয়নি গ্রিজম্যানদের।

ভিসেন্তে কালদেরনে শুরু থেকই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় আতলেতিকো মাদ্রিদ। ১২তম মিনিটেই আতলেতিকোকে এগিয়ে দেন সাউল নিগুয়েজ। কর্নার কিক থেকে ভেসে আসা বলটিতে অসাধারণ এক হেড করেন সাউল। চার মিনিট পর ব্যবধানটা ২-০ করেন গ্রিজম্যান। ডি-বক্সের মধ্যে রাফায়েল ভারানে ফাউল করে বসেন ফার্নান্দো তোরেসকে। বাজি বাজাতে ভুল করেননি রেফারি। আর স্পট কিক থেকে গোল করতে ভুল হয়নি গ্রিজম্যানের।

এরপর দারুণ উজ্জীবিত হয়ে রিয়ালে রক্ষণভাগে ঝড় বইয়ে দিতে থাকেন তোরেস-গ্রিজম্যানরা। তবে ভড়কে যায়নি রিয়াল। প্রথমে নিজেদের রক্ষণটা কিছুটা গুছিয়েছে, এরপর চাপ বাড়িয়েছে আতলেতিকোর ওপর। এরই ফলস্বরূপ প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিটি আগে ব্যবধান কমিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোরালো শট নেন টনি ক্রুস। আতলেতিকো গোলরক্ষক ও’ব্ল্যাক ক্রসের বলটা থামালেও শেষ রক্ষা করতে পারেননি। ব্ল্যাকের হাতে বল গেলে একেবারে গোলপোস্টের কয়েক ইঞ্চি সামনে বল পেয়ে যান ইসকো। বলটাতে জালে জড়াতে ভুল হয়নি তাঁর।

এ গোলেই স্বপ্নভঙ্গ হয় আতলেতিকোর। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হয়নি তাদের। ৩ জুন প্রতিযোগতার ফাইনালে কার্ডিফে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবেন রোনালদো-বেল-বেনজেমারা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত