অন্যায় দেখলেই প্রতিবাদ করব, বললেন দুই বোন

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১৫:০৩

সাহস ডেস্ক

বখাটের হামলার শিকার হলেও মনোবল হারাননি যমজ দুই বোন ফারিহা হাবীব মীম ও আসওয়াদ হাবীব জিম। তারা বলেছেন, ভবিষ্যতেও এমন ঘটনা ঘটলে প্রতিবাদ করবেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে মিরপুরের পূর্ব মণিপুর এলাকার বাসায় তারা এসব জানান। এদিকে আহত দুই বোনের চিকিৎসার খোঁজ নিয়েছেন শিক্ষামন্ত্রী ও স্থানীয় এমপিসহ অনেকেই। তারা সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি দু'জনের সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন।

বুধবার সকালে দুই বোনকে বেধড়ক পেটায় বখাটে জীবন করিম বাবু ও তার সহযোগীরা। এ ঘটনায় লুৎফর রহমান বাবু নামে এক বখাটে গ্রেফতার হলেও মূল অভিযুক্ত রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সহপাঠীর ওপর হামলার প্রতিবাদ ও বাবুকে গ্রেফতারের দাবিতে গতকাল কলেজের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা বাবুর দোকান-(অহনা ফাস্টফুড) ভাংচুর করে।

পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার শরীফুর রহমান বলেন, বাবুকে গ্রেফতারে সম্ভাব্য স্থানগুলোয় অভিযান চলছে। তার বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই সে ও তার মা লাইলী বেগম পলাতক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত