লক্ষ্মীপুরে বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ : ১১ জুন ২০১৭, ১৭:১৭

লক্ষ্মীপুরে বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

রবিবার জেমস প্রশিক্ষণ সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়।

স্বনির্ভর বাংলাদেশ এর সহযোগীতায় ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা।

ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি এ কিউ এম শাহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর লক্ষ্মীপুর উপপরিচালক প্রজেস কুমার সাহা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি মো: রবিউল ইসলাম খান, দৈনিক খবরের জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন জবু।

বক্তব্য রাখেন, বেসরকারি এনজিও জেমস এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সহসভাপতি রিনা চৌধুরী এবং প্রশিক্ষক সানজিদা সুলতানা উপস্থিত ছিলেন।

এই কর্মশালায় বিভিন্ন এলাকা থেকে আগত ২৫ নারী প্রশিক্ষণ গ্রহণ করেন। আগামী ১০ দিন পর্যন্ত এই কর্মশালায় চলবে। কর্মশালায় বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট বিষয়ক ধারণা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত