‘জয়ী হলে ফল মেনে নেবেন’

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১৫:১৯

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনে জয়ী হলে ভোটের ফল মেনে নেবেন তিনি।  ওহিও’র ডেলাওয়ারে এক সমাবেশে বৃহস্পতিবার (২০ অক্টোবর) একথা বলেছেন ট্রাম্প।

সমাবেশে তিনি আরও বলেন, একটি ‘স্বচ্ছ’ ফল গ্রহণ করবেন তিনি। তবে ‘প্রশ্নবিদ্ধ’ ফল চ্যালেঞ্জ করার অধিকার তার রয়েছে।

এর আগে বুধবার (১৯ অক্টোবর) রাতে লাস ভেগাসের নেভাদা ইউনিভার্সিটিতে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে তৃতীয় ও শেষ বিতর্কে ভোটের ফল মেনে না  নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।

বৃহস্পতিবার ওহিও’র সমাবেশে ট্রাম্প বলেন, আমার সব ভোটার ও সমর্থক এবং যুক্তরাষ্ট্রের সব মানুষের কাছে আমি অঙ্গীকার করছি,  আমি জয়ী হলে এই মহান ও ঐতিহাসিক ভোটের ফল আমি পুরোপুরি মেনে নেব।

এই নির্বাচনে ‘আমাদের দেশের স্বচ্ছতা’ নিয়ে প্রশ্ন তোলার ঝুঁকি থাকছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ট্রাম্পের নির্বাচনী ফল মেনে না নেওয়ার ইঙ্গিতের বিষয়ে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, এটা খুবই বিপজ্জনক। কারণ আপনি যখন জনগণের মনে আমাদের নির্বাচনের বৈধতা নিয়ে সংশয়ের বীজ বপন করবেন, তখন এটি আমাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করবে। তখন আপনি আমাদের শত্রুদের হয়ে কাজ করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত