ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১৬:৫৯

সাহস ডেস্ক

আর্জেন্টিনায় ১৬ বছরের এক কিশোরীকে মাদক খাইয়ে ধর্ষণ করে হত্যা। ধর্ষণের প্রতিবাদে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে আর্জেন্টিনা। কালো পোশাক পরে তারা রাস্তায় নেমে আসেন। তাদের অনেকের প্ল্যাকার্ডে লেখা ছিলো, ‘আমাদের গায়ে হাত দিলে, আমরা ছেড়ে দেব না।’

বৃহস্পতিবার (২০ অক্টোবর) হাজার হাজার নারী রাজধানী দেশটির বুয়েনস আয়ারেসসহ অন্যান্য শহরে অফিস আদালত থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

আর্জেন্টিনায় প্রতি ৩৬ ঘণ্টায় পারিবারিক সহিংসতায় একজন নারী মারা যায়। এ বছরের গোঁড়ার দিকে আর্জেন্টিনার সরকার নারীদের বিরুদ্ধে সহিংসতা মোকাবেলায় বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। 

লুসিয়া পেরেজের হত্যাকাণ্ডকে নারীদের মধ্যে দীর্ঘদিনের চেপে রাখা ক্ষোভ বেরিয়ে আসছে।

আর্জেন্টিনার নারীদের এই প্রতিবাদ বিক্ষোভের সমর্থনে মেক্সিকো, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও বিক্ষোভ মিছিল হয়েছে। এমনকী লন্ডনে আর্জেন্টিনার দূতাবাসের সামনেও অবস্থান ধর্মঘট হয়েছে।

সামাজিক গণমাধ্যমেও ক্ষোভে ফেটে পড়ছেন দক্ষিণ আমেরিকার নারীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত