প্রেসিডেন্ট হিসেবে ওবামার সর্বশেষ পদক প্রদান

প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:০১

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রে এবার বিখ্যাত খেলোয়াড় ও সঙ্গীত তারকাসহ মোট ২১ জনকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করা হয়েছে।  

মঙ্গলবার (২৩ নভেম্বর) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ওবামা এ পদক প্রদান করেন। খবর বিবিসির।

ওবামা বলেন, ‘মঞ্চে উপবিষ্ট সবাই ব্যক্তিত্বের কারণে আমার হৃদয় ছুঁয়েছেন। দেশবাসী যখন আপনাদের সম্পর্কে চিন্তা করবে তখন তারা উপলদ্ধি আপনাদের কারণেই আমরা বিশ্বের সর্বোচ্চ জাতিতে পরিণত হয়েছি।’

পদক পাওয়াদের মধ্যে রয়েছেন, বাস্কেটবল স্টার মাইকেল জর্ডান ও করিম আব্দুল জব্বার, অভিনেতা রবার্ট ডি নিরো, টম হ্যাংকস ও রবার্ট রেডফোর্ডস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিয়ানা রোস, কমেডিয়ান এলিন ডি জেনার্স ও সঙ্গীত শিল্পী ব্রুস স্প্রিংস্টনসহ বিখ্যাত খেলোয়াড়, বিজ্ঞানী ও সমাজসেবক।

পদকপ্রাপ্তদের অনেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং নির্বাচনে ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত