থাইল্যান্ডের নতুন রাজা মাহা ভাজিরালংকর্ন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৬, ১২:৩৪

সাহস ডেস্ক

থাইল্যান্ডের নতুন রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহা ভাজিরালংকর্ন। ‘রাজা দশম রাম’ নামে পরিচিত হবেন তিনি।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, রাজা হিসেবে দায়িত্ব গ্রহণের পর টেলিভিশনে ভাষণ দিয়েছেন ৬৪ বছর বয়সী মহা ভাজিরালংকর্ন।

ভাজিরালংকর্ন বলেছেন, রাজা ভূমিবলের ইচ্ছাপূরণ ও থাই নাগরিকের কল্যাণের জন্য তিনি রাজার দায়িত্ব গ্রহণ করেছেন।

থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা নতুন রাজাকে স্বাগত জানিয়েছেন।

এর আগে চলতি বছরের ১৩ অক্টোবর ৮৮ বছর বয়সে মারা যান থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ। তার মৃত্যুতে সরকারিভাবে এক বছর শোক পালনের ঘোষণা দেওয়া হয় দেশটিতে। পিতার উত্তরসূরি হিসেবে দায়িত্বগ্রহণের বিষয়টি অন্ততপক্ষে একবছর স্থগিত রাখা হোক এমন কথা জানিয়েছিলেন রাজপুত্র ভাজিরালংকর্ন।

বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজা ভুমিবল আদুলিয়াদে থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরার মধ্যে প্রায় সাত যুগ ধরে ক্ষমতায় ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত