প্যারিসে অস্ত্রের মুখে জিম্মি ৭

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৬, ১২:০০

সাহস ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক অস্ত্রধারী সাতজনকে জিম্মি করে রেখেছে বলে দেশটির সংবাদ মাধ্যমে থেকে জানা যায়। পুলিশ এরই মধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং আতঙ্কিত লোকজনকে অন্যত্র সরে যেতে বলেছে। ভারী অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

শুক্রবারের (২ ডিসেম্বর) এ জিম্মির কারণ এখনো জানা যায়নি। এর আগে বলা হয়েছিল, এটা ডাকাতির ঘটনা। পরে অবশ্য অস্বীকরা করা হয়। 

পুলিশ ধারণা করছে, পিস্তল নিয়ে এক ব্যক্তি সাতজনকে জিম্মি করে রেখেছে। রক্তপাত এড়াতে অস্ত্রধারীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সমঝোতার চেষ্টা করছে।

ঘটনাস্থল প্যারিসের দক্ষিণ দিকে জনসাধারণকে না যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত দুই বছরে বেশ কিছু ভয়াবহ হামলা পরিপ্রেক্ষিতে ফ্রান্সে বর্তমানে উচ্চ সতর্কতা জারি রয়েছে। ২০১৫ সালে জানুয়ারিতে শার্লি এবদো সাময়িকীর কার্যালয়ে সন্ত্রাসীরা হামলা চালায় এবং ১২ জনকে হত্যা করে। একই বছর নভেম্বরে প্যারিসের একটি কনসার্টে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হন। এর পর থেকে দেশজুড়ে উচ্চ সতর্কতা চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত