যাত্রীদের অ্যালকোহলের মাত্রা বেঁধে দিল এয়ার ইন্ডিয়া

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৩

সাহস ডেস্ক

মাঝ আকাশে বিমানের ভেতর মদ্যপায়ীদের তাণ্ডব ঠেকাতে এবার কিছু বিধিনিষেধ আরোপ করল এয়ার ইন্ডিয়া। সম্প্রতি বিমানের মধ্যেই মদ্যপায়ীদের অসভ্য আচরণের বেশ কয়েকটি ঘটনার কথা সামনে আসে। তারপরই এভিয়েশন অথরিটির কাছে এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ জানায় বেসরকারি বিমান সংস্থাগুলি। এরপর এয়ার ইন্ডিয়াই প্রথম এই নিষেধাজ্ঞা আরোপ করল।  

এয়ারপোর্টের লাউঞ্জে আন্তর্জাতিক বিমানের যাত্রীদের হার্ড ডিঙ্কস কতটা সার্ভ করা হবে, তার পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞায়। এর বেশি অ্যালকোহলিক পানীয় এয়ারপোর্টের বারে বসে পান করতে পারবেন না আন্তর্জাতিক উড়ানের যাত্রীরা। দিল্লি এয়ারপোর্টে বিজনেস ও ফার্স্ট ক্লাসের যাত্রীদের জন্য যে বার রয়েছে, ইতিমধ্যেই নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে সেখানে।  

নোটিশে বলা হয়েছে যে হুইস্কি, ভদকা, রামের মতো হার্ড ড্রিঙ্কস যারা নেবেন, সর্বোচ্চ ৩ পেগ পানীয় অথবা ২ গ্লাস (২০০ এমএল) ওয়াইন বা তিন বোতল বিয়ার পাবেন তারা। এর মধ্যে থেকে যাত্রীদের যে কোনও একটি বেছে নিতে অনুরোধ করা হয়েছে। তবে আন্তর্জাতিক বিমানে যারা দেশের মধ্যেই সফর করবেন, যেমন বলা যেতে পারে কেউ যদি মুম্বাই থেকে দিল্লি হয়ে লন্ডনগামী ফ্লাইটে মুম্বই থেকে দিল্লি যেতে চান, তাকে মোটেও অ্যালোকোহল সার্ভ করা হবে না।   

তবে এখনও এভিয়েশন অথরিটি নয়, এয়ার ইন্ডিয়া ব্যক্তিগত ভাবেই এই নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে বিমানে মদ্যপায়ীদের অসভ্যতা কিছুটা কমানো যাবে বলে আশা করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত