শ্রমিকবিরোধী পুজডার হলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী!

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৫

সাহস ডেস্ক

অ্যান্ড্রু পুজডারকে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘শ্রমিকদের হয়ে লড়াইয়ের রেকর্ড’ থাকায় ফাস্টফুড ব্যবসায়ী অ্যান্ড্রু পুজডারকে নিজ মন্ত্রীসভায় যুক্ত করার কথা জানিয়েছেন ট্রাম্প।

ন্যুনতম মজুরির হার বেশি হলে তা কাজের ক্ষেত্র কমিয়ে ফেলবে বলে মনে করেন ‘সিকেই রেস্টুরেন্টস’-এর প্রধান নির্বাহী পুজডার। মার্কিন শ্রম বিভাগ কর্মস্থানের নিরাপত্তা নিশ্চিতসহ ওভারটাইম-এর টাকা বাড়ানোর উপর জোরারোপ করে নিয়ম করেছে। অ্যান্ড্রু পুজডার নতুন শ্রম বিভাগের ওই নিয়মের সমালোচনা করেছেন।

এছাড়াও যুক্তরাষ্ট্রের ফাস্টফুড কর্মীদের মজুরি দ্বিগুণ করে ন্যুনতম ১৫ ডলার নির্ধারণ করার জন্য চলা ক্যাম্পেইনেরও সমালোচনা করেছেন তিনি। এই বাস্তবতায় এক বিবৃতিতে ট্রাম্প বলছেন, অ্যান্ড্রু পুজডার শ্রমিকদের ‘অধিকতর নিরাপত্তা ও উন্নতির স্বার্থে’ কাজ করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত