আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চীনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবেনা : দুতের্তে

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৮

সাহস ডেস্ক

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপে সামরিকীকরণের পরও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চীনের বিরুদ্ধে অবস্থান নেবেন না। 

শনিবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে দুয়ার্তে বলেন, রাজনীতির খেলায় এখন আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কোনও পক্ষকেই সমর্থন দেব না। আমি নিশ্চিতভাবেই চীনের ওপর কোনও নিষেধাজ্ঞা চাপিয়ে দেবো না।

স্যাটেলাইটে প্রাপ্ত ছবি পর্যালোচনা করে মার্কিন নীতি নির্ধারক প্রতিষ্ঠান এশিয়া ম্যারিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই) জানায়, দক্ষিণ চীন সাগরে নির্মিত সাতটি কৃত্রিম দ্বীপের সবগুলোতেই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এসব দ্বীপে বিমান-বিধ্বংসী ও ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করেছে চীনা কর্তৃপক্ষ। এমন প্রতিবেদনের বিপরীতেই ফিলিপাইনের প্রেসিডেন্ট চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকার করেন।

উল্লেখ্য, চীন ও ফিলিপাইনের মধ্যে সমুদ্রসীমার অধিকার নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে হেগে পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন ট্রাইব্যুনালটি গঠন করে জাতিসংঘ। দক্ষিণ চীন সাগরের কৃত্রিম সাতটি দ্বীপকে চীন নিজের ভূখণ্ড বলে দাবি করছে। 

অপরদিকে, ১২ জুলাই দক্ষিণ চীন সাগর ইস্যুতে জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় প্রদান করে।  

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সার্বভৌম অধিকার লঙ্ঘন করে ফিলিপাইনের জাহাজ ও মাছ ধরা এবং তেলখনি প্রকল্পগুলোকে বিপদের মধ্যে ফেলছে চীন। তবে চীনের দাবি, সমুদ্রসীমা বিষয়ে নির্দেশ জারি করার কোনও এখতিয়ার এই ট্রাইব্যুনালের নেই।

দেশটির সহ-পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন বলেন, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে দক্ষিণ চীন সাগরে বিমান প্রতিরক্ষা অঞ্চল স্থাপন করবে চীন।

ওই রায় ঘোষণার পর, তা মেনে চলার জন্য চীনের প্রতি আহ্বান জানায় ফিলিপাইন। তবে এবার ফিলিপাইন নিজের অবস্থান পরিষ্কার করে বলেছে, ট্রাইব্যুনালের রায় না মানলেও তারা চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে নয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী পারফেক্টো ইয়াসায় জানিয়েছেন, চীনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেবেন না তারা। তিনি জানিয়েছেন, এ প্রসঙ্গে প্রতিবেশী দেশ দুটির মধ্যে কোনও অস্থিরতা তারা চান না, তাই চীনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না।

সিঙ্গাপুর সফররত ইয়াসায় সাংবাদিকদের জানান, আমরা জোর করে চীনকে আটকাতে পারব না। আমরা কেবল শান্তিপূর্ণ সমাধান আশা করতে পারি। চীন ওই কৃত্রিম দ্বীপে সামরিকায়ন করুক বা না করুক, আমরা কোনও পদক্ষেপ নিচ্ছি না।

সূত্র : বিবিসি।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত