ফিলিপিন্সে ঘূর্ণিঝড় নক-টেনের আঘাতে ৪ জনের মৃত্যু

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৩:১০

সাহস ডেস্ক

শক্তিশালী ঘূর্ণিঝড় নক-টেনের আঘাতে ফিলিপিন্সে অন্ততপক্ষে চারজনের মৃত্যু হয় বলে দেশটির কর্মকর্তারা তথ্য দিয়েছেন।

আগাম আশঙ্কার মধ্যেই ঘূর্ণিঝড়টি ঘনবসতিপূর্ণ দেশটির রাজধানী ম্যানিলায় ঘণ্টায় ৭৫ মাইল বাতাসের বেগ নিয়ে তাণ্ডব চালায়।

বিবিসি জানায়, ঝড়টির আঘাতে গাছ-পালা ও বৈদ্যুতিক খুঁটিগুলো উপড়ে গেছে, ৩ লাখ ৮০ হাজারেরও বেশি অধিবাসীকে ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে।

আগামী ৩৬ ঘণ্টায় আকস্মিক বন্যা এবং ভূমিধসের বিষয়ে জনগণকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

জরুরি উদ্ধারকর্মীদের রাস্তার উপর ভেঙে পড়া গাছ-পালা সরানো এবং বৈদ্যুতিক খুঁটিগুলো মেরামতের জন্য পাঠানো হয়েছে।

কর্মকর্তারা বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরায় চালুর ব্যাপারে অঙ্গীকার করেছেন।

ঝড়ের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সমুদ্রে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করায় ১২ হাজারেরও বেশি মানুষকে বন্দরেই বড়দিন কাটাতে হয়েছে।

সমুদ্র, সড়ক এবং আকাশ পথে যাত্রী পরিবহন ধীরে ধীরে শুরু হচ্ছে।

অপরদিকে, ২০১৩ সালে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় লেইতে ও সামার এলাকায় ছয় হাজার মানুষ নিহত ও দুই লাখ বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। হাইয়ান ছিল ফিলিপিন্সে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

প্রতি বছর প্রায় ২০টি বড় ধরনের ঘূর্ণিঝড় ফিলিপিন্স অতিক্রম করে। ১৯৪৮ সালের পর থেকে অন্ততপক্ষে সাতটি ঘূর্ণিঝড় ‘বড়দিনের’ পূর্বের সময় দেশটিতে আঘাত হেনেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত