স্বামী ছাড়া বাইরে যাওয়ায় নারীর শিরশ্ছেদ

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৯

সাহস ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশে স্বামী ছাড়াই শহরের বাইরে যাওয়ার কারণে এক নারীর শিরশ্ছেদ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা নাগাদ তালেবান জঙ্গীরা ওই নারীকে হত্যা করেছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ।

আফগান কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য মিডল ইস্ট প্রেস জানিয়েছে, সার ই পল প্রদেশে তালেবান জঙ্গীদের হাতে ওই ৩০ বছর বয়সী নারী হত্যা হয়। কোনো পুরুষ ছাড়া শহরের বাইরে কেনাকাটা করতে যাওয়ায় ‘খোদার আইন’ অমান্য করা হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে হত্যা করা হয়েছে।

গত কয়েক বছর ধরেই আফগানিস্তানের সার ই পল প্রদেশটি আক্ষরিক অর্থেই নিয়ন্ত্রন করছে তালেবান গোষ্ঠি। প্রদেশে এমন অনেক আইন প্রচলিত রয়েছে যা দেশটির অন্য কোনো প্রদেশে বলবৎ নেই। জনসমক্ষে বেত্রঘাত কিংবা ফুটবল মাঠে নিয়ে হত্যার মতো বিধানও আছে এই প্রদেশে। তবে এই ঘটনার কোনো দায় তালেবান কর্তৃপক্ষ নেয়নি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাবিউল্লাহ আমানি বলেন, ওই নারীর স্বামী ইরানে থাকেন এবং তাদের কোনো সন্তান নেই। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রদেশের নারী বিষয়ক দপ্তরের প্রধান নাসিমা আর্জুও ওই নারীর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত