জলদস্যুদের হামলায় ৮ জেলে নিহত

প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৭, ১৭:০৩

অনলাইন ডেস্ক

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় উপকূলে সশস্ত্র ব্যক্তিরা আট জেলেকে হত্যা করেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ফিলিপিন্স কোস্টগার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, হামলাটিকে জলদস্যুদের আক্রমণ বলে মনে করা হচ্ছে।

কোস্টগার্ডের মুখপাত্র কমান্ডার আর্মান্দ বালিলো জানিয়েছেন, সোমবার (৯ জানুয়ারি) রাতে জামবোয়ানগা উপদ্বীপের কাছে লাউদ শিরোমোন দ্বীপের উপকূলে ফিলিপিনো একটি মাছ ধরার নৌকা নিয়ে ১৫ জেলে মাছ ধরছিলেন। ওই সময় একটি স্পিড বোটে পাঁচ সশস্ত্র ব্যক্তি এসে তাদের আক্রমণ করে।

হামলাকারীরা জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে, বলেন বালিলো।

হামলাকারীদের গুলিতে আট জেলে নিহত হন। পাঁচজন সাগরে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে নিকটবর্তী একটি দ্বীপে গিয়ে ওঠেন। নৌকায় রয়ে যাওয়া অপর দুজন  অক্ষত ছিলেন। 

বালিলো বলেন, এটিকে জলদস্যুদের হামলা বলে বিবেচনা করছি আমরা। তারা যদি ইসলামপন্থি জঙ্গি হতো, তাহলে অপহরণ করে মুক্তিপণের জন্য বন্দি করে রাখতো।

হামলার পর রাতের অন্ধকারে হামলাকারীরা পালিয়ে যায় এবং তাদের খুঁজে বের করতে ওই এলাকায় কোস্টগার্ডের দুটি জাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।