চাকরির প্রস্তাব ওবামাকে!
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৭, ১৬:২৭


নতুন প্রেসিডেন্টকে ক্ষমতা বুঝিয়ে দিতে আরওকিছুদিন বাকি। এরইমধ্যে চাকরির প্রস্তাব আসা শুরু হয়েছে বারাক ওবামার কাছে।
ওবামাকে কৌশলে চাকরির প্রস্তাব দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই।
তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট অব প্লেলিস্ট’ পদের জন্য তারা এমন একজনকে খুঁজছেন যার রয়েছে বিশ্বের অত্যন্ত মর্যাদাবান কোনো জাতিকে আট বছর পরিচালনার অভিজ্ঞতা। এছাড়া তাকে শান্তিতে নোবেল জয়ী হতে হবে। বলা বাহুল্য, এ দুটো গুণের একমাত্র অধিকারী ওবামা।
স্পটিফাইয়ের সিইও ড্যানিয়েল এক ট্যুইটে সোমবার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিখ্যাত তারকাদের সঙ্গে পরিচিতি প্রার্থীর বাড়তি গুণ হিসেবে বিবেচিত হবে। আরও বলা হয়, প্রার্থীর জন্মদিনে যদি কেন্ড্রিক লামার গান পরিবেশন করে থাকেন এবং তিনি যদি সংবাদ সম্মেলনে তার শোনা গানের তালিকা নিয়ে আবেগঘন বক্তৃতা দিতে পারেন তাহলে তো কথাই নেই। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে ওবামা বলেছিলেন, আমি স্পটিফাইতে চাকরির অপেক্ষায় আছি ... কারণ তারা আমার গানের তালিকা পছন্দ করেছে।
সূত্র: সিএনবিসি।
- আবারো সাদা পোশাকে মাশরাফি
- হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন জর্জ এইচ. ডব্লিউ. বুশ
- সিলেটে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
- রাষ্ট্রপ্রধান হিসেবে আজ দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন আবদুল হামিদ
- চীনে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু
- শেখ হাসিনার নেতৃত্বে ভূয়সীঁ প্রশংসায় নরেন্দ্র মোদি
- আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি-মুক্তিযোদ্ধাদের একসাথে আন্দোলন
- বাঁচানো গেল না ‘মৃত’ ঘোষণার পর কবরস্থানে ‘জেগে’ ওঠা শিশুকে
- ‘মৃত’ শিশুটিই ‘জীবিত’ কি-না, তদন্তে ঢামেক
- প্রথম ক্লাব কাপ হকি চ্যাম্পিয়ন আবাহনী
- আবারো সাদা পোশাকে মাশরাফি
- আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি-মুক্তিযোদ্ধাদের একসাথে আন্দোলন
- বাঁচানো গেল না ‘মৃত’ ঘোষণার পর কবরস্থানে ‘জেগে’ ওঠা শিশুকে
- সিলেটে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
- শেখ হাসিনার নেতৃত্বে ভূয়সীঁ প্রশংসায় নরেন্দ্র মোদি
- চীনে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু
- রাষ্ট্রপ্রধান হিসেবে আজ দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন আবদুল হামিদ
- হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন জর্জ এইচ. ডব্লিউ. বুশ