ফিলিপাইন বিনামূল্যে জন্মনিরোধক দেবে

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৭, ১৬:৫৯

সাহস ডেস্ক

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ৬০ লাখের মতো নারীকে বিনামূল্যে জন্মনিরোধক দিতে সরকারি সংস্থাগুলোকে আদেশ দিয়েছেন।

দুর্তেতে বলেন, তিনি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কমাতে চান। গরিব নারীদের এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে।

ফিলিপাইনে জন্মনিরোধকের ব্যবহার বাড়াতে একটি বিল পাস করতে অনেক বছর লড়াই করতে হয়েছে দুতের্তের উত্তরসূরিকে। তবে দেশটির সুপ্রিম কোর্ট শরীরে স্থাপনের জন্য ব্যবহৃত জন্মনিরোধক সরবরাহ বন্ধ সাময়িকভাবে স্থগিত করেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার।

যুক্তরাষ্ট্রের বেসরকারি গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের মতে, ফিলিপাইনে ৮০ শতাংশের বেশি লোক রোমান ক্যাথলিক। প্রেসিডেন্টের নির্বাহী এই আদেশের তীব্র বিরোধিতা করতে পারে রোমান ক্যাথলিক চার্চ।

সেই দেশে বিনামূল্যে জন্মনিরোধক সরবরাহের প্রয়োজনীয়তা উল্লেখ করে দেশটির অর্থনৈতিক পরিকল্পনামন্ত্রী আর্নেস্তো পারনিয়া বলেন, পরিবার পরিকল্পনার মাধ্যমে সরকার দারিদ্র্য নিরসন করতে চায়। ২০২২ সালের মধ্যে সরকার দারিদ্র্যের হার ১৩ শতাংশ কমাতে চায়। তিনি বলেন, জন্মনিরোধক জীবনমুখী, নারীবান্ধব, শিশুবান্ধব ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত