আবারও ব্রাজিল কারাগারে দাঙ্গা, নিহত ১০

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১২:৫৭

সাহস ডেস্ক

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় নাটাল শহরে কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এতে করে বে শহরের সবচেয়ে বড় কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে দাঙ্গাকারীরা। প্রতিদ্বন্দ্বী অপরাধচক্রের (গ্যাং) এই দাঙ্গায় বেশ কয়েকজন বন্দির শিরশ্ছেদ করা হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  

রিও গ্রান্দে দো নর্তে রাজ্যের নাটাল শহরের আলকাকুজ কারাগারে শনিবার (১৪ জানুয়ারি) এই দাঙ্গা শুরু হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। 

রবিবার (১৬ জানুয়ারি) সকালে পুলিশের অভিযান শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।  

চলতি বছরের প্রথম মাসে এটি কারাগারে তৃতীয় দাঙ্গার ঘটনা। বছরের শুরুতে আমাজোনাস ও রোরাইমায় কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ১০০ বন্দি।

শক্তিশালী একটি গ্যাংয়ের সদস্যরা শনিবার বিকেলে কারাগারের বিভিন্ন অংশে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যদের ওপর হামলা শুরু করলে দাঙ্গা ছড়িয়ে পড়ে। 

ব্রাজিলের কারা কর্তৃপক্ষের সমন্বয়ক জেমিলটন সিলভা জানিয়েছেন, শিরশ্ছেদ অবস্থায় তিন বন্দিকে দেখেছেন তারা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত