দক্ষিণ সুদানে দুর্ভিক্ষ চলছে

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৭

সাহস ডেস্ক

দক্ষিণ সুদানে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছে দেশটির সরকার। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এ ধরণের দুরবস্থার খবর গত ৬ বছরে এটিই প্রথম।

জাতিসংঘের হিসেব মতে, দক্ষিণ সুদানে প্রায় ১ লাখ লোক প্রয়োজনীয় খাদ্য সংকটে ভুগছে, যার ফলে সমর্গ দেশেই দিনদিন দুর্ভিক্ষের প্রাদুর্ভাব প্রকট হচ্ছে। তবে এর জন্য দেশটিতে চলা দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও অর্থনৈতিক ধসকেই কারণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্প্রদায়।

এছাড়া ইয়েমেন, সোমালিয়া এবং নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলও দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। কিন্তু সরকারিভাবে দক্ষিণ সুদানের এ ধরণের ঘোষণা এবারই প্রথম।

ইতোমধ্যে সুদানের অভ্যন্তরীণ ব্যবস্থা খুবই নাজুক আকারে রূপ নিচ্ছে এমন সতর্কতা জানিয়ে মানবতাবাদীরা বলছেন, সুদানের এই দুরবস্থায় অবিলম্বেই বিশ্বসম্প্রদায়ের এগিয়ে আসা প্রয়োজন।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী, ইউনিসেফসহ অনেক আন্তর্জাতিক দাতাসংস্থা জানাচ্ছে, দেশটির মোট জনসংখ্যার ৪০ শতাংশ অর্থাৎ প্রায় ৪০ লাখ লোকের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ নিশ্চিত করা দরকার।’

খবর : বিবিসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত