জয়ের পথে ইকুয়েডরে বামপন্থী নেতা মোরেনো

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪২

সাহস ডেস্ক

ইকুয়েডরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বামপন্থী নেতা লেনিন মোরেনো জয়ের পথে এগিয়ে রয়েছেন। ভোট গণনার আংশিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

১৯ ফেব্রুয়ারি (রবিবার) অনুষ্ঠিত এ নির্বাচন ইকুয়েডরের বিদায়ী প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার উত্তরসূরির জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের অন্যতম এক কট্টর সমালোচক এই মোরেনো।

জাতীয় নির্বাচন পরিষদের প্রকাশিত আংশিক ফলাফলে দেখা যায়, এ পর্যন্ত প্রায় ৮২ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এরমধ্যে ৩৯ শতাংশ ভোট মোরেনো (৬৩) পেয়েছেন। অপরদিকে প্রায় ২৯ শতাংশ ভোট পেয়েছেন তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী গিলারমো লাসো।

এ নির্বাচনে জয় পেতে মোরেনোর ৪০ শতাংশের কিছু বেশী ভোট প্রয়োজন। দ্বিতীয় দফার ভোট মোকাবেলা ছাড়াই জয় পেতে তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন।

রাজধানী কুইটোতে উৎসুক সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘এ নির্বাচনে আমরা জয় পাবো।’

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত