মাতৃভাষা দিবসে ছুটি চেয়ে যুক্তরাষ্ট্রে আবারও নতুন বিল

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৬

সাহস ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি ছুটি চেয়ে চার বছর আগে তোলা একটি বিল আবারও কংগ্রেসে উত্থাপন করেছেন নিউ ইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি গ্রেস মেং। ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের কো-চেয়ার জোসেফ ক্রাউলিকে সঙ্গে নিয়ে বিলটি নতুন করে তোলেন এই কংগ্রেস সদস‌্য।

‘এইচআর ৪১’ শীর্ষক ওই বিলে যুক্তরাষ্ট্রজুড়ে ‘যথাযথ মর্যাদায়’ বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপনের আহ্বান জানানো হয়।

বিলে বলা হয়, মায়ের ভাষার স্বীকৃতির জন্য (১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি) রক্তদানের অবিস্মরণীয় ঘটনার পথ পরিক্রমায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন ভূখণ্ড লাভ করে।

দীর্ঘদিন পর ১৯৯৯ সালে ইউনেস্কো দিনটিকে স্বীকৃতি দেয়। ওই ধারাবাহিকতায় ২০০৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। এরপর থেকে বিভিন্ন দেশে দিনটি উদযাপন করা হচ্ছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্রের জনগণকে সচেতন করতে বিলটি নতুন করে উত্থাপন করা হয়েছে বলে জানান মেং।   

তিনি বলেন, মাতৃভাষা দিবসে ছুটি ঘোষিত হলে যুক্তরাষ্ট্রের আরও অনেক নাগরিক বাংলাদেশি অভিবাসী ও বংশোদ্ভূতদের মত এই দিবসের গুরুত্ব অনুধাবন করতে পারবে।

বিলটি শিগগিরই কংগ্রেসে ভোটের জন্য তোলা হবে বলে আশা করছেন মেং।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত