জার্মানিতে গাড়ি হামলা, নিহত ১

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০০

সাহস ডেস্ক

জার্মানির হেইডেলবার্গের একটি পথচারী এলাকায় দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ে চলন্ত গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটে। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহতসহ ২ জন আহত হন। 

জার্মান পুলিশ দাবি করেছে এটা সন্ত্রাসী হামলা নয়। এছাড়া হামলার পর গ্রেপ্তার আক্রমণকারী কোনো শরণার্থীও নয়, তিনি একজন জার্মান নাগরিক। 

দেশটির পুলিশের দাবি, ৩৫ বছর বয়সী ওই যুবক মানসিক অবসাদগ্রস্ত ছিলেন।

হামলার ৯৩ বছরের জার্মান বৃদ্ধা হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতদের মধ্যে রয়েছেন ৩২ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক ও ২৯ বছর বয়সী এক নারী, যিনি বসনিয়া হার্জেগোভিনার নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে আহতের আঘাত তেমন গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন। 

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে বার্লিনে একটি ক্রিসমাস বিপণিবিতানে ট্রাক ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটনা ঘটে। তিউনেশিয়ান শরণার্থীর ওই হামলায় ১২ জন নিহত হন এবং ৪৯ জন আহত হন।

খবর : বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত