পণ্যে ট্রাম্পকন্যা ইভানকার নাম ব্যবহারে আগ্রহী চীনা ব্যবসায়ীরা

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৬

সাহস ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকার ব্র্যান্ড ব্যবহার করে কয়েকটি চীনা বাণিজ্যিক প্রতিষ্ঠান ইতোমধ্যে বাজারে পণ্য ছাড়তে আগ্রহ প্রকাশ করেছে। এসব পণ্যের গায়ে লেখা থাকবে চীনা হরফে ‘ইভানকা’র নাম।

বিভিন্ন কসমেটিকস, স্যানিটারি প্রডাক্ট, স্লিমিং টি, ডায়েট, থেকে শুরু করে আন্ডারগার্মেন্টস, বা তৈরি পোশাকে লেখা থাকবে ইভানকার ব্র্যান্ড নাম। জানা গেছে, গত ১০ নভেম্বর থেকে বছরের শেষ দিন পর্যন্ত এরই মধ্যে ইভানকা, চীনের ট্রেডমার্ক অফিসে এত অল্প সময়ে এত বেশি পণ্যের ট্রেডমার্ক আবেদন রেকর্ড গড়েছে। ইভানকা ট্রাম্প বা তার নামের উচ্চারণের কাছাকাছি আরও বিভিন্ন বানানে অন্তত ২৫৮টি পণ্যের ট্রেডমার্ক আবেদন করা হয়েছে।

চীনে এরই মধ্যে অন্তত ৯টি পণ্যের ট্রেডমার্ক রেজিস্টার্ড করিয়েছেন। আরও অন্তত ২৬টি পণ্যের ট্রেডমার্ক আবেদন এখনও ঝুলে আছে। আর তিনটি আবেদন এরই মধ্যে বাতিল করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ।

নারীদের ব্লাউজ, জুয়েলারি, সাঁতার পোশাক, তোয়ালেসহ বিভিন্ন পণ্যে ইভানকার নাম জুড়ে দেওয়ার চেষ্টা করছেন চীনা ব্যবসায়ীরা। শুধু তাই নয়, গুঁড়া দুধ, টিনজাত খাবার, ক্যান্ডি, কফি, মদ, বিয়ার, আয়না, ম্যাট্রেস, সোফা, চিকিৎসার বিভিন্ন যন্ত্র, এমনকি কৃষিপণ্যেও ইভানকার নাম যুক্ত করতে আগ্রহী চীনারা।

নিজের ‘স্টাইলিশ’ চলাফেরার জন্য ইভানকা চীনে বেশ জনপ্রিয়। নিজের ফ্যাশনেবল পণ্যের ব্যবসার প্রসার ঘটাতে আগ্রহী তিনি। আর এজন্য মনে করা হচ্ছে, চীনা পণ্যে এখন ইভানকা স্থান পেতে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত