কুয়ালালামপুর বিমানবন্দর নিরাপদ : মালয়েশিয়া

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৫

সাহস ডেস্ক

কুয়ালালামপুর বিমানবন্দরে কোনো ধরনের প্রাণঘাতী রাসায়নিকের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করে দেখার পর বিমানবন্দরটিকে ‘নিরাপদ এলাকা’ ঘোষণা করছে মালয়েশীয় কর্তৃপক্ষ।

গত ১৩ ফেব্রুয়ারি (সোমবার) এই বিমানবন্দরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যামকে প্রাণঘাতী রাসায়নিক ভিএক্স নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যা করা হয়। জাতিসংঘ এই রাসায়নিকটিকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে চিহ্নিত করেছে।

২৫ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১টায় মালয়েশীয় পুলিশের ফরেনসিক টিম, দমকল বিভাগ এবং অ্যাটোমিক এনার্জি লাইসেন্সিং বোর্ড কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএটু) বাজেট টার্মিনাল এলাকাটি নিবিড়ভাবে পরীক্ষা ও পরিষ্কার করে।   

এরপর বিমানবন্দরেই এক সংবাদ সম্মেলনে তদন্তকারী দলপ্রধান সেলানগর রাজ্য পুলিশ প্রধান আব্দুল সামাত ম্যাট বলেন, আমরা নিশ্চিত করছি, নম্বর ১, কেএলআইএটুতে কোনো বিপজ্জনক উপাদান নেই; নম্বর ২, কেএলআইএটু বিপজ্জনক উপাদানের দূষণ থেকে সম্পূর্ণ মুক্ত এবং তৃতীয়ত, কেএলআইএটু নিরাপদ এলাকা ঘোষিত হয়েছে।

বাজেট টার্মিনালের যে এলাকায় ন্যামের ওপর হামলা চালানো হয়েছিল, পরীক্ষা ও পরিষ্কার করার সময় ওই এলাকাটি ঘিরে রাখা হয়েছিল। টার্মিনালের বাকি অংশগুলো ব্যবহারের জন্য খোলাই ছিল। প্রায় দুই সপ্তাহ আগের ওই ঘটনার পর টার্মিনালটি দিয়ে লাখ লাখ মানুষ পার হয়েছে, এই পুরোটা সময়ই হামলাস্থলটি দিয়ে মানুষ চলাচল করেছে।

২৬ ফেব্রুয়ারি (রবিবার) এক সংবাদ সম্মেলনে মালয়েশীয় স্বাস্থ্যমন্ত্রী সুব্রাম্মানিয়াম সত্যশিভাম জানিয়েছেন, পুলিশের প্রতিবেদনের বলা হয়েছে, ন্যামকে ভিএক্স এজেন্ট ব্যবহার করে মারা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনও বিষয়টিকে সমর্থন করেছে।   

তিনি বলেন, এই রাসায়নিক গুরুতর পক্ষাঘাতের কারণ হয়, যার কারণে অল্প সময়ের মধ্যে মানুষটি মারা যায়।

বিমানবন্দরের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দুই নারীকে ন্যামকে হেনেস্থা করতে দেখা যায়। কর্তৃপক্ষের ধারণা, তারা ভিএক্স এজেন্ট মাখা কাপড় ন্যামের মুখে চেপে ধরেছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত