‘স্ট্রেইট’ হলেই দেশে ঢুকতে পাররেন সমকামীরা

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০১

সাহস ডেস্ক

সমকামীদের হতে হবে স্ট্রেইট। তাহলেই নিজের বাসভূমিতে ঠাঁই পাবেন আবার সমকামীরা। এমনই এক নিয়ম জারি করল ব্রিটিশ সরকার।

তবে এই নিয়মটির প্রবল নিন্দা করে আফগান সরকার। পাশাপাশি মানবাধিকার সংস্থাও এই নিয়মের সমালোচনা করে। তারা জানায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ব্রিটিশ সরকার। গত মাসে প্রকাশিত একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে, সমকামিতা দেশে একটি অলঙ্ঘনীয় অপরাধ বলে মনে করা হয়। এলজিবিটিরা (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার) আফগানিস্তানে তাদের পরিবার, আফগান আইন এবং তালিবান বিদ্রোহীদের তরফে এই কারণে এক গভীর সমস্যার সম্মুখীন হন তাঁরা।

তবে যাইহোক, এখনও পর্যন্ত আফগান সরকারের তরফে কোনওরকম কোনও বিধিনিষেধ জারি করা হয়নি এলজিবিটি দের উপর। অপরদিকে তালিবান বিদ্রোহীরাও কাবুলে এখনও কোনও হুমকি দেয়নি। তাই ‘গে’ আফগানরা তাদের পরিচয়পত্র গোপন করে আপাতত নিশ্চিন্তে তাদের দেশেই থাকতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত