হিজড়াদের টয়লেট ব্যবহার ইস্যু এবার আদালতে

প্রকাশ : ২৬ মে ২০১৬, ১৬:২২

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের সরকারি স্কুলে হিজড়া বা ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছামত ছেলে বা মেয়েদের টয়লেট ব্যবহার করতে পারবে, এমন সরকারী নির্দেশনার বিরুদ্ধে দেশটির এগারোটি রাজ্য মামলা ঠুকে দিয়েছে।

সরকার বলছে, নির্দেশনা না মানলে স্কুলগুলো থেকে ফেডেরাল বরাদ্দ প্রত্যাহার করা হবে।

হিজড়া বা ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা তাদের জন্ম সনদে যে লিঙ্গ উল্লেখ করা আছে, সে অনুযায়ী স্কুলে টয়লেট ব্যবহার করবে, সম্প্রতি নর্থ ক্যারোলাইনা রাজ্য সরকার এমন একটি আইন পাস করার পর এ নিয়ে বিতর্ক শুরু হয়।

এখন সরকারি নির্দেশনা মানতে নারাজ ১১টি রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। এদের অন্যতম টেক্সাস।

যুক্তরাষ্ট্রে হিজরাদের অধিকার নিয়ে বিক্ষোভ করেছেন এই জনগোষ্ঠীর মানুষ রক্ষণশীল রাজ্য হিসেবে পরিচিত টেক্সাস বলছে, প্রয়োজনে তারা শিক্ষাখাতে এক হাজার কোটি ডলারের সরকারি বরাদ্দ হারাতেও প্রস্তুত আছে।

সরকারের নতুন নির্দেশনাকে ব্যবহার করে, কোন পুরুষ, হিজরা সেজে মেয়েদের টয়লেটে ঢুকে পড়তে পারে, এবং তাতে নারী ও শিশুরা ঝুঁকির মুখে পড়বে এমন আশংকা থেকেই বিরোধিতা করছে রাজ্যগুলো।

মামলা করা অন্য রাজ্যগুলো হলো অ্যালাবামা, অ্যারিজোনা, লুইজিয়ানা, ইউটাহ, মেইন, ওকলাহোমা, জর্জিয়া, টেনেসি, উইসকনসিন এবং ওয়েস্ট ভার্জিনিয়া।

সূত্র: বিবিসি 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত