ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক

প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৮:৪৪

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাইজে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী এবং তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন। ইরাকের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট চরমপন্থীদের পরাজিত করতে আরও কি ধরনের সমন্বয়ের প্রয়োজন তা নিয়ে আলোচনা করাই এই বৈঠকের লক্ষ্য।

স্থানীয় সময় ২০ মার্চ (সোমবার) বাংলাদেশ সময় ২১ মার্চ (মঙ্গলবার) বৈঠকের শুরুতে ডোনাল্ড ট্রাম্প, আইএস চরমপন্থী গ্রুপের দমনে ইরাকী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

ট্রাম্প বলেন, আমরা কিছু একটা পন্থা খুঁজে বের করবো। আমাদের মূল লক্ষ্য, আইসিস থেকে আমরা পরিত্রাণ পেতে চাই।

গত মাসে দুই নেতা এক টেলিফোন সংলাপে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা করেন। তবে সোমবারেই প্রথম তারা মুখোমুখি আলোচনা করলেন।

ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী বলেন, আইসিসকে এবং তাদের যারা সাহায্য করছে তাদের পরাজিত করার জন্য চুড়ান্ত পর্যায় কীভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চান।

সূত্র: ভয়েস অফ আমেরিকা বাংলা 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত