সিরিয়ান বিদ্রোহীদের দখলে রাকার বিমানঘাঁটি

প্রকাশ : ২৭ মার্চ ২০১৭, ১৪:৪০

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান বিদ্রোহীরা জঙ্গি সংগঠন আইএসের কথিত রাজধানী রাকার নিকটবর্তী গুরুত্বপূর্ণ একটি বিমানঘাঁটি দখলে নিয়েছে। 

বাংলাদেশের স্থানীয় সময় ২৭ মার্চ (সোমবার) সকাল সাড়ে ১০টায় বিবিসির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। 

সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর (এসডিএফ) মুখপাত্র তালাল সেলো বলেন, তারা জঙ্গিদের কাছ থেকে তাবকাহ এয়ারপোর্ট দখল করেছেন।

এদিকে কুর্দি বাহিনীর সৈন্যরাও রাকার দিকে অগ্রসর হচ্ছে। আইএস অবশ্য হুশিয়ারি দিয়েছিল যে তাবকা বাঁধ ভেঙে পড়তে পারে। তবে এখনো সুরক্ষিত আছে।

মার্কিন নেতৃত্বাধীন জোট জানিয়েছে তার সেখানে বিমান হামলা চালায়নি। তাদের এক মুখপাত্র বলেন, আমরা জানি, বাঁধটি সিরিয়ানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়নি।

২০১৪ সালে তাবকা বিমানঘাঁটি আইএস জঙ্গিরা দখলে নেয়। তারপর এখানে থেকেই তাদের জঙ্গি কার্যক্রম চালায়।

সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত