সৌদি আরবে ৩ পাকিস্তানির শিরশ্ছেদ

প্রকাশ : ১০ এপ্রিল ২০১৭, ১৪:০৫

সাহস ডেস্ক

সৌদি আরবে মাদক বহনের দায়ে তিন পাকিস্তানি নাগরিককে শিরশ্ছেদ করা হয়েছে। 

দেশটির বার্তা সংস্থা এসপিএর এক খবরে ৮ এপ্রিল (রবিবার) জানানো হয়, পেটে করে হেরোইন চোরাচালানের অপরাধে ওই তিন পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মোহাম্মদ আশরাফ শাফি মোহাম্মদ, মোহাম্মদ আরেফ মোহাম্মদ আনায়েত ও মোহাম্মদ আফদাল আজগর আলি নামের ওই তিন পাকিস্তানির দণ্ড ৮ এপ্রিল (রবিবার) কার্যকর করা হয়। ওই তিন পাকিস্তানি তাদের পাকস্থলীতে মাদক পরিবহনের অপরাধে অভিযুক্ত ছিলেন।

এসপিএর খবরে জানানো হয়, গেল বছর সৌদি আরবে ১৫৩ জনের শিরশ্ছেদ করা হয়। এঁদের মধ্যে ২০১১ সালে সুন্নিশাসিত সৌদি রাজতন্ত্রের সংস্কারের দাবি জানানো শিয়া নেতা নিমর আল নিমর ও তার ৪৬ জন সহযোগীও ছিলেন।

মধ্যপ্রাচ্যের অতি রক্ষণশীল এই দেশটিতে ডাকাতি, ধর্ষণ, খুন ও মাদক চোরাচালানে দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি হিসেবে শিরশ্ছেদ করা হয়।

চলতি বছরে দেশটিতে মোট ২৬ জনকে শিরশ্ছেদ করা হলো।

সূত্র : দ্য ইনডিপেনডেন্ট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত