‘জঙ্গিবাদ নিরসনে যুক্তরাষ্ট্রের লড়াই চলবে’

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৭, ১৩:০১

সাহস ডেস্ক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, যেকোনও অবস্থায় যেকোনও স্থানে সন্ত্রাসী হামলা হতে পারে। সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাদের লড়াই অব্যাহত রাখবে।

সম্প্রতি প্যারিসে সন্ত্রাস হামলার পর ২১ এপ্রিল (শুক্রবার) ইন্দোনেশিয়ার জাকার্তায় একথা বলেন তিনি। দেশটির ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের আগে একথা বলেন পেন্স। এই বৈঠকের মধ্য দিয়েই তার ইন্দোনেশিয়া সফর শেষ হচ্ছে।

প্যারিসে সন্ত্রাসী হামলায় এক পুলিশ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। পুলিশের গুলিতে মারা গেছেন হামলাকারীও। ইতোমধ্যে এই হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ একে কাপুরোষোচিত বলে উল্লেখ করেছেন।
সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত