এক যুগে পর আরকানসাসে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৭, ১৫:৫১

অনলাইন ডেস্ক

দীর্ঘ এক যুগ পর যুক্তরাষ্ট্রের আরকানসাসে কোনো অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১ টা ৫৬ মিনিটে লিডেল লির (৫১) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের শাস্তির ভবিষ্যৎ প্রশ্নে দীর্ঘ আইনী লড়াইয়ের পর  আরকানসাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

১৯৯৩ সালে লোহারদণ্ড দিয়ে পিটিয়ে ডেবরা রিস নামে এক নারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন লি।

আগামী ১০ দিনের মধ্যে আরও সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা করেছে আরকানসাস কারা কর্তৃপক্ষ।

১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের শাস্তি পুনর্বহাল করার পর দেশটির কোনো প্রদেশে এত কম সময়ে এতজনের মৃত্যুদণ্ডের পরিকল্পনা এটাই প্রথম।
সূত্র: রয়টার্স