উ. কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৭, ১১:৫৮

সাহস ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পারমাণবিক প্রকল্প ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরণের সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

৪২ মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা অবশ্যই উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সমাধান চাই।’ তবে বিশাল সামরিক সংঘাতের সম্ভাবনা যে রয়েছে, সে আভাসও তিনি দিয়েছেন।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি (কিম জং উন) যৌক্তিক হবেন। আর এখানে উত্তর কোরিয়ার সঙ্গে হতে যাওয়া এক বিশাল সংঘাত এড়ানোর পথ অবশ্যই আছে।’

হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া ওই সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে ট্রাম্প বলেন, মাত্র ২৭ বছর বয়সে বাবার মৃত্যুর পর শাসন ক্ষমতায় আসেন তিনি। এ অল্প বয়সে অনেক কিছুই করা সহজ নয়। তবে আমি তাকে কৃতিত্ব দিচ্ছি না।

এদিকে, স্থানীয় সময় ২৭ এপ্রিল (শুক্রবার) উত্তর কোরিয়া সম্পর্কে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত