ডব্লিউএইচওর প্রথম আফ্রিকান মহাপরিচালক

প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৫:০৯

সাহস ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরবর্তী মহাপরিচালক হচ্ছেন ইথিওপিয়ার টেডরস আধানম গেবিয়াসেস। জাতিসংঘের কোনো সংস্থার শীর্ষ পদে আফ্রিকান হিসেবে তিনিই প্রথম নির্বাচিত হলেন। নির্বাচিত হতে সদস্য দেশগুলোর ১৮৬ ভোট পেয়েছেন তিনি।

আগামী জুনে বর্তমান মহাপরিচালক মার্গারেট চ্যানের ১০ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তার স্থলাভিষিক্ত হবেন টেডরস।

৫২ বছর বয়সী টেডরস এর আগে ইথিওপিয়ার স্বাস্থ্য ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধ বিভাগে বোর্ড অব গ্লোবাল ফান্ডের চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ম্যালেরিয়া গবেষক হিসেবে তাঁর সুখ্যাতি আছে। এ ছাড়া জনস্বাস্থ্যে পিএইচডি করেন তিনি।

সংখ্যাগরিষ্ঠের ভোট পেলেও ​টেডরসের নির্বাচিত হওয়া নিয়ে সমালোচনা রয়েছেই। সম্প্রতি ইথিওপিয়াতে তিনটি অঞ্চলে কলেরা ছড়িয়ে পড়ায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তবে তার সমর্থকেরা এটি সত্যি নয় বলে মনে করে।
সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত