কেনিয়ায় বন্যা: নিহত ৭

প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৬, ১৫:১৩

সাহস ডেস্ক

কেনিয়ায় টানা বর্ষণে সৃষ্টি বন্যায় রাজধানী নাইরোবিতে একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে শিশুসহ ১২১ জনকে উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপে এখনো অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেনিয়ার কেটিএন টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নাইরোবির ধসে পড়া ভবনের ধ্বংস্তূপে উদ্ধার অভিযান চলছে। এই উদ্ধার অভিযানে মানবিক সহায়তা সংস্থা রেডক্রসের পাশাপাশি কেনিয়ার সেনাবাহিনীও অংশ নিচ্ছে। তবে ধ্বংসস্তূপে কতজন আটকা পড়ে আছে তা নিশ্চিত হওয়া যায়নি।

কেটিএন টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, খালি হাতে ভবন ধসের স্থান থেকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। ভিডিওটিতে ধ্বংসস্তূপ থেকে এক শিশু জীবিত উদ্ধার হতে দেখা যায়। 

কেনিয়ায় টানা বর্ষণে দেশজুড়ে বন্যা, ভূমিধস ও বাড়িঘর ভেসে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রকৃত মৃতের সংখ্যা কত তা জানা যাচ্ছে না বলে দাবি করেছে মানবিক সহায়তা সংস্থা রেড ক্রস। তবে সরকারের পক্ষ থেকে বন্যায় মৃতের সংখ্যা ১৪ বলে দাবি করা হয়ে। আর এক কাউন্টিতে দুই কিশোর পশু চরাতে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত