ইরাকে ৫০ লাখ শিশুর জরুরি সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

প্রকাশ : ২২ জুন ২০১৭, ১৩:১৮

সাহস ডেস্ক

ইরাকের ৫০ লাখের বেশি শিশুর জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২২ জুন) সংস্থাটি জানায়, আইএসের সঙ্গে যুদ্ধে আধুনিক ইতিহাসের সবচেয়ে নৃশংস যুদ্ধে পরিণত হয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, ইরাকজুড়ে শিশুরা ভয়াবহ পরিস্থিতিদের মধ্যে আছে। তাদের কাউকে হত্যা করা হচ্ছে, কেউ ভয়াবহ আহত হচ্ছে। অনেককেই অপহরণ করা হচ্ছে।

মসুলে বসবাসরত পরিবারগুলোর পালিয়ে যাওয়ার অপরাধে প্রায়ই শিশুদের লক্ষ্য করে আইএস জঙ্গিরা। আন্তর্জাতিক সংস্থাগুলো জানায়, আইএস দখলকৃত মসুলে প্রায় ১ লাখ বেসামরিক আটকা পড়ে আছেন যাদের অর্ধেকই শিশু। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ১১০০ এরও বেশি।

২০১৫ সালে মার্কিন সহায়তায় ইরাকি বাহিনী অভিযান চালানোর পর শহরের অনেকটা অংশই পুনরুদ্ধার করা হয়েছে। এখন মসুলে খুব অল্প এলাকাজুড়েই আইএসের নিয়ন্ত্রণ রয়েছে।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত