রুশ প্রতিরক্ষামন্ত্রীকে বহনকারী বিমানকে ন্যাটো যুদ্ধবিমানের তাড়া

প্রকাশ : ২২ জুন ২০১৭, ১৪:১৮

সাহস ডেস্ক

রুশ প্রতিরক্ষমন্ত্রীকে বহনকারী একটি বিমানকে তাড়া করেছে ন্যাটো যুদ্ধবিমান। পরে একটি রাশিয়ান জেট গিয়ে তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যমে বরাতে এমনটা জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রুশ সংবাদমাধ্যমের দাবি, বলটিক এলাকায় আন্তর্জাতিক সীমারেখায় এই ঘটনা ঘটে। প্রতিরক্ষমন্ত্রী সের্গেই শোইগু তখন কালিংগ্রাদে যাচ্ছিলেন। শোইগু’কে বহনকারী বিমানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে একটি ন্যাটো এফ-১৬ জঙ্গী বিমান । এ সময়ে ন্যাটো বিমানটিকে তাড়া করে রাশিয়ার একটি এসইউ-২৭ জঙ্গী বিমান। রাশিয়ার বিমানের তাড়া খেয়ে দিক পরিবর্তন করে পালিয়ে যেতে বাধ্য হয় ন্যাটো বিমানটি।

ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়, তিনটি রুশ বিমান নিজেদের পরিচয় জানায়নি এবং ন্যাটো জেট পালিয়েও আসেনি।

বিগত কয়েকবছরে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। ন্যাটো ও রাশিয়া এই অঞ্চলে হস্তক্ষেপের জন্য পরস্পরকে দোষারোপ করে আসছে। গত সোমবার বাল্টিকের আকাশে মার্কিন আরসি-১৩৫ গোয়েন্দা বিমানের ৫ ফুট বা ১.৫ মিটার দূরত্ব দিয়ে রাশিয়ার যু্দ্ধবিমান উড়ে গেছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন। রাশিয়ার দাবি, আমেরিকার গোয়েন্দা বিমানই প্রথম উত্তেজনা সৃষ্টি করেছে রাশিয়ার বিমানকে ভয় দেখানোর চেষ্ট করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত