হোয়াইট হাউজের মুখপাত্র স্পাইসারের পদত্যাগ

প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ১২:২৮

সাহস ডেস্ক

হোয়াইট হাউজের মুখপাত্র, প্রেস সেক্রেটারি শন স্পাইসার পদত্যাগ করেছেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন নতুন কমিউনিকেশন ডিরেক্টর নিয়োগ দেওয়ার পর নাখোশ হয়েই স্পাইসার পদত্যাগ করেন। 

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর ব্যবসায়ী অ্যান্থনি স্কারামুচিকে নিয়োগ দিয়েছেন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত মেনে নিতে না পারায় পদত্যাগের পথ বেছে নেন স্পাইসার।

গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র হিসেবে শন স্পাইসারকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে নানা কারণে আলোচনায় ছিলেন তিনি। বিশেষ করে, সংবাদ সম্মেলনগুলোতে সাংবাদিকদের উদ্দেশ্যে তার তীক্ষ্ণ কথা আর কটাক্ষ নিয়ে বার বার সমালোচনার মুখে পড়েছেন তিনি।

স্পাইসারের পদত্যাগপত্র গ্রহণ করে এতোদিন হোয়াইট হাউজে কাজ করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর কয়েক ঘণ্টা আগেই ডোনাল্ড ট্রাম্পকে আইনি সহায়তা দেয়- এমন একটি দলের মুখপাত্র পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বিবিসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত