কাবুলে বিস্ফোরণ, নিহত ২৪

প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১১:৩৯

সাহস ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র নাজিব দানিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২৪ জুলাই (সোমবার) সকালে কাবুলের পশ্চিম অংশে এই হামলায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন। যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখানে মূলত শিয়া হাজার সম্প্রদায়ের বসবাস।

রয়টার্স, বিবিসি প্রতিবেদন থেকে জানা যায়, বিস্ফোরণের ঘটনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে এটি আত্মঘাতী হামলা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কাবুলের একটি মসজিদে ‘আইএস’ এর হামলায় চারজন নিহত হওয়ার দুই সপ্তাহের মাথায় এই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।

রয়টার্সের খবরের জানায়, হামলা-সহিংসতার কারণে চলতি বছরের প্রথমার্ধেই আফগানিস্তানে অন্তত ১৬৬২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত