ভিয়েতনামে বন্যায় ২৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৭, ১৩:৫৪

সাহস ডেস্ক

ভিয়েতনামের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ২৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে সরকারি এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গত এক সপ্তাহের বন্যায় অন্তত চার কোটি ১০ লাখ মার্কিন ডলার সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সোমবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।

পরিষদের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত রাস্তা ও ভূমিধসের কারণে বিঘ্নিত হচ্ছে। 

এতে আরো বলা হয়, বন্যায় ও ভূমিধসে বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে ও চাপা পড়েছে এবং রাস্তা ও ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় উত্তরাঞ্চলীয় চারটি প্রদেশের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। সেচ ব্যবস্থা ধ্বংস হয়ে ও খামারগুলো ডুবে গিয়ে ধান ও ফলের উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই এলাকাগুলোর প্রায় ২০০ বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আরো চারশোরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

লোকজন যেন নিজেদের এলাকায় ফিরে গিয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারে তার জন্য ক্ষতিগ্রস্ত রাস্তা, সেচ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো মেরামত করা হচ্ছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত