‘দুই পক্ষের মন্তব্য ও পদক্ষেপ থামাতে হবে’

প্রকাশ : ১৩ আগস্ট ২০১৭, ১৫:৫৯

সাহস ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়াকেও অনুরোধ করেছেন, এমন কথা বা কাজ না করতে, যা বিরাজমান অস্থিতিকে আরও উসকে দেয়। 

স্থানীয় সময় ১২ আগস্ট (শনিবার) ট্রাম্পকে করা একটি ফোন কলে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।

শি জিনপিং বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মন্তব্য ও পদক্ষেপ থামাতে হবে। না হলে পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকা গুয়াম সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা প্রকাশ করে উত্তর কোরিয়া। দেশটির পক্ষ থেকে জানানো হয় ক্ষেপণাস্ত্রটি ১৪ মিনিটের মধ্যেই গুয়ামে আঘাত হানতে পারবে। এরপর থেকেই নড়েচড়ে বসে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন,  গুয়ামের কিছুই হবে না। অঞ্চলটি ‘খুবই নিরাপদ’। পরে আবার উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি করে ট্রাম্প বলেন, গুয়ামের কোনো ক্ষতি করলে উত্তর কোরিয়াকে ‘মহাঝামেলা’য় ফেলা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত