হিমাচল প্রদেশে ভূমিধসে নিহত ৭

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৭, ১৭:৩৬

অনলাইন ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে দুটি বাস চাপা পড়ে অন্তত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২০ জন। শনিবার (১২ আগস্ট) রাতে হিমাচলের মান্ডি-পাঠানকোট মহাসড়কে এ ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে। এ পর্যন্ত পাঁচ জনকে উদ্ধার করে মান্ডি শহরের জোনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শিমলা থেকে ২২০ কিলোমিটার দূরে কটরুপি এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটেছে। দুটি বাসের মধ্যে একটি চাম্বা থেকে মানালি যাচ্ছিল, অপরটি মানালি থেকে ফিরে জম্মুর কাটরা যাচ্ছিল। বাস দুটি কটরুপিতে যাত্রাবিরতি করেছিল। যাত্রীরা যখন নাস্তার জন্য বাস থেকে বের হয়েছিল তখন ভূমিধস নেমে বাস দুটিকে ঠেলে ৮০০ মিটার দূরে নিয়ে যায়। একটি বাস সম্পূর্ণ মাটিচাপা পড়েছে। বাস দুটিতে ৪৭ জন যাত্রী ছিল।

পুলিশ কমিশনার সন্দিপ কুমার জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিমাচল প্রদেশের পরিবহনমন্ত্রী জিএস বালি জানিয়েছেন, তাদের আশঙ্কা নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে।