মক্কার হোটেলে অগ্নিকাণ্ড

প্রকাশ : ২১ আগস্ট ২০১৭, ১৭:৩৭

সাহস ডেস্ক

সৌদি আরবের মক্কা নগরীর আজিজিয়াহ জেলার একটি হোটেলে সোমবার (২১ আগস্ট) আগুন লাগায় সেখান থেকে ৬০০ হজযাত্রীকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা একথা জানিয়েছে। 

এদিকে মক্কা নগরীতে এ বছর বিশ লাখ মুসলিম বাৎসরিক হজ পালনের অপেক্ষায় আছেন।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র নায়েফ আল-শরীফ বলেন, এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। মক্কার আজাজিয়াহ্ এলাকায় অবস্থিত হোটেলটির নবম তলায় বিকল এয়ার কন্ডিশনিং থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ সময় হোটেলটিতে ৬শ’ লোক ছিল। এদের অধিকাংশই তুরস্ক ও ইয়ামেনের নাগরিক। এরা হজ পালনের জন্য মক্কায় এসেছে।
  
সৌদি আরবে চলতি বছরের হজ মৌসুমে এ নিয়ে দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত সপ্তাহে জেদ্দা নগরীর একটি হোটেলে আগুন লাগে। এতে হোটেলটির তিনটি ভবন সম্পূর্ণ ধ্বসে যায়। ভয়াবহ ওই আগুনে ৬০ জন হজযাত্রী ও হোটেলের কর্মচারী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত