কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক-ইরান যৌথ অভিযান চালাতে পারে

প্রকাশ : ২১ আগস্ট ২০১৭, ১৮:১৪

সাহস ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান জানিয়েছেন, কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সম্ভাব্য যৌথ সামরিক পদক্ষেপের বিষয়ে তুরস্ক ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। 

গেল সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে তার আলোচনার পর বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে কথা হয়েছে বলে ২১ আগস্ট (সোমবার) জানিয়েছেন তুরস্কের নেতা।

সরকারি সফরে জর্দানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, ইরানের সঙ্গে যৌথ পদক্ষেপের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও এর ইরানি শাখা পিজেএকের বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যাবে।

হুমকি হয়ে ওঠা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ পদক্ষেপ সব সময়ই কার্যতালিকায় ছিল। দুটি সামরিক বাহিনীর প্রধানের মধ্যে এই ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে, আর এটি কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করেছি বলেছেন তিনি।   

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত