ইঁদুরের তাড়ায় পালালেন প্রেসিডেন্ট

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৭, ১৪:২০

সাহস ডেস্ক

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সরকারি দপ্তর ইঁদুরে নষ্ট করে ফেলায় ৩ মাস তার বাসভবনে বসে দাপ্তরিক কাজ করবেন। 

২২ আগস্ট (মঙ্গলবার) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বাসায় বসে প্রেসিডেন্টের অফিস করার বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন নাইজেরিয়া সরকারের মুখপাত্র গারবা শিহু। তার ভাষায়, প্রেসিডেন্টের অনুপস্থিতিকালে তার সরকারি দপ্তরের আসবাব ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। ইঁদুর এ কাজ করেছে। এখন প্রেসিডেন্টের দপ্তর সংস্কার করতে হবে। 

সরকারের মুখপাত্র বলেন, প্রেসিডেন্টের বাসভবনে পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন একটি দপ্তর আছে। প্রেসিডেন্ট বুহারি সেখানে বসেই তার সব দাপ্তরিক কাজ যথারীতি চালিয়ে যেতে পারবেন।

দীর্ঘ চিকিৎসা ছুটি কাটিয়ে গত শনিবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বুহারি। 

বুহারির দীর্ঘ অনুপস্থিতির সময় নাইজেরিয়ানদের মধ্যে কেউ কেউ প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন। তাদের ভাষায়, বুহারি দেশ চালাতে অক্ষম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত