টাইফুন তালিমের কারণে চীনে নীল সতর্কতা জারি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৬

সাহস ডেস্ক

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র টাইফুন তালিমের কারণে দেশটিতে নীল সতর্কতা জারি করেছে।

আবহাওয়া অফিস ধারণা করছে টাইফুনটি ক্রমে শক্তিশালী হয়ে আগামী বৃহস্পতি বা শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। 

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ অঞ্চলে এ বছরের ১৮তম টাইফুন তালিম তাইওয়ানের ইলান জেলা থেকে ১ হাজার ৪০ কিলো দূরত্বে উত্তর-পশ্চিম সাগরে অবস্থান করছিলো। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ৩৩ কিলোমিটার।

ঝড়টি ঘন্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে জিজিং ও ফুজিয়ান প্রদেশের উপকূলীয় এলাকার দিকে ধাবিত হচ্ছে।
তালিম শক্তিশালী হয়ে ঘন্টায় ৬০ মিটার গতিবেগে উপকূলীয় প্রদেশ জিজিয়াং ও ফুজিয়ান প্রদেশে বৃহস্পতি ও শুক্রবারের মাঝামাঝি সময়ে আঘাত হানতে পারে।

একই সঙ্গে চীনের আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলা থেকে ২০৫ কিলোমিটার দূরত্বে একটি নি¤œচাপের বিষয়ে সতর্ক করে বলেছে, এটি ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমে সরে যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত