উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৫

সাহস ডেস্ক

উত্তর কোরিয়া আবারও জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।  উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় আলোচনায় বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল তিনটায় যুক্তরাষ্ট্র ও জাপানের অনুরোধে বৈঠকে বসছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানায়, এই মিসাইলটি ৩ হাজার ৭০০ কিলোমিটার পাড়ি দিয়ে হোকাইড়ো সাগরে পতিত হয়।

এর আগেও জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলো উত্তর কোরিয়া। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও তারা পারমাণবিক পরীক্ষা চালিয়ে গেছে। সোমবার তাদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মার্কিন প্রস্তাবে কয়লা, সীসা ও সামুদ্রিক খাদ্য রফতানিকে এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত