পারমাণবিক আইসব্রেকার উদ্বোধন করল রাশিয়া

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০২

সাহস ডেস্ক

এশিয়ার মার্কেট দখল করতে মরিয়া রাশিয়া। তার স্পষ্ট প্রমাণ পাওয়া গেল শুক্রবার (২২ সেপ্টেম্বর। পারমাণবিক শক্তিতে চালিত নতুন আইসব্রেকারের শুভ সূচনা করল মস্কো। নাম, সিবির (সিবেরিয়া)। উদ্বোধনের সময়ে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এশিয়ার মার্কেটে বিশেষ করে শক্তি সম্পদ পৌঁছে দিতেই কাজে লাগান হবে এই পারমাণবিক আইসব্রেকার।

জানা গেছে, ১৭৩ মিটার দীর্ঘ আইসব্রেকারটিতে রয়েছে দুটি পারমাণবিক রিয়্যাক্টর। তিন মিটার পুরু বরফ ভাঙতে সক্ষম যানটি ৬০ মেগাওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম ও এতে সওয়ার করতে পারবে ৫৩ জন। সেন্ট পিটাসবার্গ বাল্টিক সিপইয়ার্ড থেকে শুক্রবার এই আইসব্রেকার উদ্বোধন করা হয়। এই আইসব্রেকার তৈরির সঙ্গে যুক্ত ভাইচেস্লেভ রুকসা জানিয়েছেন, এই মাধ্যমে উত্তর গোলার্ধে পারমাণবিক শক্তি ব্যবহারে তাদের নেতৃত্ব কায়েম করতে সক্ষম হবে রাশিয়া।

তবে এই প্রথম নয়, রাসইয়ার রয়েছে আরও এক আইসব্রেকার। আর্কতিকা।

যেটি জলে মানতে চলেছে ২০১৯ ও সিবির জলে নামতে চলেছে ২০২০। শীতের মৌশুমে উত্তর গোলার্ধে জমে যাওয়া পুরু বরফের আস্তরণ সরিয়ে এশিয়াসহ অন্যান্য অংশে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে এই আইসব্রেকার গুলি,

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত